বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ফোনালাপের পর বাইডেনের ভূয়সী প্রশংসায় করলেন নেতানিয়াহু

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বুধবার (১৯ মে) সকালে ফের ফোনালাপ হয়েছে। ফোনালাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বাইডেন। তবে তার প্রস্তাব সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু।

এদিকে ফোনালাপের বিষয়ে বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। এই দুই নেতার মধ্যে কী আলাপ হয়েছে তার বিস্তারিত না জানালেও বিবৃতিতে নেতানিয়াহু বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন বলে জানানো হয়।

গাজায় গত ১০ মে থেকে হামলা চালিয়ে আসছে ইসরাইল। শুরুরদিকে দখলদার ইসরাইলের এই হামলাকে আত্মরক্ষার অধিকার বলে নেতানিয়াহুকে সমর্থন যুগিয়ে আসছিলেন বাইডেন। এ নিয়ে নিজ দলের ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। পরে সোমবার (১৭ মে) যুদ্ধবিরতিতে নিজের সমর্থনের কথা জানান বাইডেন।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট সমর্থন দেয়ায় নেতানিয়াহু তার ভূয়সী প্রশংসা করেছেন। তবে বলেছেন, ইসরায়েল হামলা চালিয়ে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img