বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

পাবনায় ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

করোনায় দিনমজুরির কাজ কমে যাওয়ায় এবং ঋণের দায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কৃষক আত্মহত্যা করেছেন। নিহত কৃষকের নাম আব্দুল মান্নান বাবু (৪৫)। তিনি উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

নিহত বাবুর স্বজনরা জানিয়েছেন, আব্দুল মান্নান ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক। মেয়ের বিয়েও দিয়েছেন।

আব্দুল মান্নানের নিজের কোনো জমি না থাকায় লিজ, বর্গাচাষ ও দিনমজুরির কাজ করতেন তিনি। করোনার কারণে বর্তমানে তার দিনমজুরির কাজ কমে গিয়েছিল। রোজগার কমে যাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে নেওয়া ঋণ বৃদ্ধি পাওয়ায় বাবু মানসিকভাবে ভেঙে পড়েন।

বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে নিজ ঘরে তিনি গ্যাসের ট্যাবলেট খান। এর পরে অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img