ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পৈশাচিক বর্বর হামলা বন্ধ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করবে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী।
জালালী জানান, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টিরে চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ শীর্ষ নেতারা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠেয় মানববন্ধন পরিচালনা করবেন জাজাপা চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।