বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরাইল যেভাবে ফিলিস্তিনের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, তাতে যুদ্ধাপরাধ করছে।

সোমবার মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য অঞ্চলের উপপরিচালক সালেহ হিগাজি বলেছেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গাজায় কয়েকশ আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। এতে ৬১ শিশু ও ৩৪ জন নারীসহ এ পর্যন্ত ২২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে বলেন, গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুল রয়েছে ৫৮টি। এতে আশ্রয় নিয়েছেন প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি।

ইয়েন্স লেয়ার্কে বলেন, ইসরাইলের বিমান হামলায় ১৩২টি ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ৩১৬টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয়টি হাসপাতাল ও নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র রয়েছে। এই হামলার কারণে সুপেয় পানির সংকটে পড়েছেন প্রায় আড়াই লাখ গাজাবাসী।

উৎস, আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img