পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেননের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার রাষ্টদূত বেনোয়া প্রিফনটেইন। এ সময় কানাডার কাছে ২০ লাখ ডোজ করোনার টিকা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ মে) কানাডার রাষ্টদূত বেনোয়া প্রিফনটেইনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন টিকার বিষয়ে আলাপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী কানাডার রাষ্ট্রদূতকে জানান, ভারতের সেরামের সঙ্গে তিন কোটি ডোজের চুক্তি হলেও তারা ঠিকমতো সরবরাহ না করার কারণে সংকটে পড়েছে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে ১৬ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া। কানাডা যেহেতু ঘোষণা দিয়েছে— তাদের কাছে থাকা অ্যাস্ট্রাজেনেকার অতিরিক্ত টিকা তারা উন্নয়নশীল দেশগুলোকে দিতে পারে। সে কারণে কানাডা যেন ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেয়।
কানাডার রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন, কানাডা টিকা সরবরাহ করলে সেটি যেন সরাসরি বাংলাদেশকে সরবরাহ করে, কোভ্যাক্সের মাধ্যমে নয়।