সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এই সিপিএম নেতা। কিন্তু তার স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ মে) সিপিএম সূত্রে জানা যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার।
এদিকে মীরা ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কিছু দিন ধরে তাদের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এর পর তাদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।