বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ভারতকে তৃতীয় বারের মতো ধাওয়া করতে পারে করোনার সিঙ্গাপুরের ধরন

সিঙ্গাপুরে করোনাভাইরাসের এক নতুন প্রজাতির সন্ধান মিলেছে, যা ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউ তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে মঙ্গলবারই কেন্দ্রকে সতর্ক করেছেন তিনি। অবিলম্বে সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার প্রস্তাবও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

মঙ্গলবার (১৮ মে) ভাইরাসের এই নতুন প্রকার সম্পর্কে সতর্ক করে একটি টুইট করেন কেজরিওয়াল।

টুইট বার্তায় লিখেন, করোনার এই নতুন প্রজাতি শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। সিঙ্গাপুরে এই নতুন প্রজাতির দেখা পাওয়া গিয়েছে।

এ ব্যাপারে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীকে তার পরামর্শ, এবার দেশে শিশুদেরও দ্রুত করোনা টিকাকরণের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের। ভাইরাসটি যাতে কোনোভাবেই দেশে ছড়াতে না পারে সেজন্য সিঙ্গাপুর থেকে দেশে বিমান অবতরণ বন্ধ করাটাও জরুরী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img