নিজের পুরনো গাড়িযোগে পবিত্র কোরআনের পুরনো কপি অনুসন্ধান করে বেড়ান মুহাম্মদ সালিম আল আয়াসিরা। তিনি কুরআনের ছেঁড়া-ফাড়া কপি সংগ্রহ করে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করে পড়ার উপযোগী করে তুলেন। তারপর এগুলো পৌঁছে দেন বিভিন্ন মাদরাসা ও মসজিদে।
পবিত্র কুরআনের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মানবোধেই দীর্ঘ ৫০ বছর যাবৎ আল আয়াসিরা জর্দানের বিভিন্ন শহর-নগরে তিনি এই কাজটি করেন। একাজে সন্তানরা ও কয়েকজন কর্মচারী তাকে সহায়তা করেন। প্রতিমাসে তার প্রায় তিন শ দিনার (৪২০ ডলার) ব্যয় হয়।
আল আয়াসিরা শুধুমাত্র কুরআনের কপি সংগ্রহে ব্যস্ত থাকেন না। বরং পাঠ্যপুস্তক, সংস্কৃতি ও বিজ্ঞানের বই-ও তিনি সংগ্রহ করে বেড়ান। সংগৃহীত বই-পুস্তক জর্দানের উত্তর-পশ্চিমাঞ্চলে জেরাশ প্রদেশের সাকিব শহরে নিজের লাইব্রেরিতে নিয়ে যান। অতঃপর তা উপযুক্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।