প্রতিদিনিই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনার ভয়াবহতা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। আর এ পর্যন্ত করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখের বেশি মানুষ।
মঙ্গলবার (১৭ মে) করোনার তথ্য সংরক্ষণের ওয়েব সাইট ‘ওয়ার্ল্ডো মিটার’ থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২২২টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৬৮৯ জন। আক্রান্তদের মধ্যে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ লাখ চার হাজার ২৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৩৩ জনের।