অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের সপ্তাহজুড়ে চলমান বিমান হামলায় শহিদদের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৫৯ শিশু ও ৩৫ নারী রয়েছেন। এছাড়া হামলায় আরো এক হাজার তিন শ’ পাঁচজন আহত হয়েছেন।
এদিকে গাজায় দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে ১০ হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। রোববার (১৬ মে) অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির জরুরি বৈঠকে এই তথ্য জানান তিনি।
অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত এই সকল হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসঙ্ঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর ইউএনওসিএইএ।