আবারও আলোচনায় ২০০৮ সালে মালাগাঁও বোমা হামলার প্রধান আসামী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য প্রজ্ঞা ঠাকুর।
প্রজ্ঞা ঠাকুর এবার তিনি দাবি করেছেন, প্রতিদিন গরুর মূত্র পান করেন বলে তার করোনা হয়নি।
সব সময় গেরুয়া পোশাক পরা হিন্দু সন্ত্রাসবাদী নেত্রী প্রজ্ঞা ঠাকুর বলেছেন, গরুর মূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গরুর মূত্র।
তিনি বলেন, প্রতিদিন যদি দেশি গরুর মূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি প্রতিদিন গরুর মূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।
এর আগে প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, ‘গরুর মূত্র পান করলে ক্যানসারও সেরে যায়।’
উল্লেখ্য, ২০০৮ সালে ভারতের মালাগাঁও বোমা হামলার পর সন্ত্রাসবাদের অভিযোগে প্রজ্ঞা ঠাকুরকে অন্যতম প্রধান আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল।
এনডিটিভি