প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের হরিণাথপুর বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হরিণাথপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৬ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার বিকেল ৫টা পর্যন্ত কোনও পক্ষ থেকেই থানায় মামলা কিংবা লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
স্থানীয়রা জানান, হরিণাথপুর বাজারের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জহির রায়হানের সঙ্গে মেম্বর প্রার্থী মোক্তার হোসেন খানের বাকবিতণ্ডা হয়।
জহির ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী লতিফ খানের অনুসারী এবং মোক্তার স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানের অনুসারী।