বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় টাউটি; জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা

ঘূর্ণিঝড় টাউটি আঘাত হেনেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বাইয়ে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় টাউটি মুম্বাইতে এসে রুদ্রমূর্তি ধারণ করায় মুম্বাই, থানে, রায়গড়, সিন্ধুদুর্গ, পালঘর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সোমবার (১৭ মে) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মুম্বাই বিমানবন্দর বন্ধ ছিল। এছাড়া উচ্চ জোয়ারের সম্ভাবনা আছে। তাই মুম্বাই-ওয়ার্লি সি-লিংক বন্ধ রাখা হয়েছে।

রাজ্যের তিনটি জেলার উপকূলবর্তী অঞ্চলের ৬ হাজার ৫০০ জনকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে মহারাষ্ট্রের রত্নাগিরির উপকূলবর্তী অঞ্চলের ৪০টি বাড়ির প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনটি বিদ্যালয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুনের নিকটবর্তী অঞ্চলের ৭০টি বাড়ির ক্ষতি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img