ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তিন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের বাড়ি ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বান্দরবান এবং ঝিনাইদহ।
সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে ৫৮ বিজিরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক তিনটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে বাঘাডাংগা ও লড়াইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
তারা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ জেলার। এছাড়া সীমান্তের খোশালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মো. শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়। আটকদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে চলতি মাসের ১০ তারিখে অবৈধপথে ভারত থেকে আসার সময় বিজিবির হাতে আটক ২৮ জনকে শহরের আজাদ রেস্ট হাউজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়া ল্যাব থেকে ৩ জনের দেহে করোনা শনাক্ত হলেও পরবর্তিতে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে ফলাফল নেগেটিভ আসায় এটি ভারতীয় ধরন ছিল কি না তা জানা সম্ভব হয়নি।