গাজায় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর অফিস ধ্বংস হয়ে গেছে। ভবনটি ছিল সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের আবাসস্থল।
রবিবার (১৬ মে) সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের এই বর্বর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান ওমেনস প্রেস কর্পস, প্রেস অ্যাসোসিয়েশন এবং প্রেসক্লাব অব ইন্ডিয়া।
প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কার্যালয়ে বোমা হামলা এবং তাদের কর্মীদের লক্ষ্য বানানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে যেসব সাংবাদিক পেশাগত কারণে সহিংসতাকবলিত এলাকায় দায়িত্ব পালন করেন তাদের ওপর হামলা বন্ধ করার দাবি জানাই।