ফিলিস্তিনে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরালের হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস।
গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় উল্লেখ করে রোববার (১৬ মে) তিনি এই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার।
সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে পোপ বলেন, গাজায় সম্প্রতি ইসরাইলের হামলায় শিশুসহ অনেক নিরীহ মানুষ নিহত হয়েছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘আমি শান্তি বজায় রাখতে এবং অস্ত্রের ঝনঝনানির অবসান ঘটাতে এর সঙ্গে জড়িতদের কাছে আবেদন জানাচ্ছি।’
পোপ আরও বলেন, ‘অনেক নিরীহ মানুষ মারা গেছে, তাদের মধ্যে শিশুও রয়েছে। এটি ভয়াবহ। অগ্রহণযোগ্য। তাদের মৃত্যু একটি চিহ্ন যে তারা মানুষ ভবিষ্যত গড়তে চায় না, বরং এটি ধ্বংস করে দেয়।’
গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৪১ জনই শিশু। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।