সপ্তম দিনের মতো গাজা ও পশ্চিমতীরে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন চলছে।
রোববারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পরই এ হামলা হলো। খবর আলজাজিরার।
গাজায় হামাসপ্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। ইসরাইলিরা শহরে শহরে হামলা অব্যাহত রেখেছে।
এদিকে এখন পর্যন্ত ইসরাইলি বর্বরতায় অন্তত ১৪৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৪১ শিশুও রয়েছে। আহত হয়েছেন ৯৫০ জন।
ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছে।