ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি জোরাল সমর্থন পুনঃব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস এক টুইটে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলে গাজার হামাস ও অন্যান্য ”সন্ত্রাসী গ্রুপের” রকেট হামলার বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি জোরাল সমর্থনের বিষয়টি পুনঃব্যক্ত করেছেন।
হোয়াইট হাউস ওই টুইটে আরো জানায়, জো বাইডেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও কথা বলে যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতির কথাও জ্ঞাপন করেছেন।