বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ইসরাইলবিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই ইসরাইল সীমান্তে হানা দিয়েছেন জর্ডান ও লেবাননের ফিলিস্তিনিপন্থীরা। যোগ দিয়েছেন সিরিয়ার বাসিন্দারাও।

শুক্রবার ইসরাইলের হামলার প্রতিবাদে জর্ডান ও লেবানন সীমান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সংহতি জানিয়ে ইসরাইল সীমান্তের কিং অ্যালেনবাই সেতুর দিকে এগিয়ে যাচ্ছেন শত শত জর্ডানিয়ান। জর্ডান থেকে ইসরাইল চলাচলের অন্যতম মাধ্যম এই সেতুটি।

এছাড়াও গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত পার হয়ে ইসরাইলের মেতুলা শহরে ঢুকে গেছেন লেবাননের একদল বিক্ষোভকারী। এসময় ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত এক লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েইর বিরোধিতায় যোগ দিয়েছেন সিরিয়ার ফিলিস্তিনিপন্থী মানুষেরাও। গত শুক্রবার সিরিয়া থেকেও ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হানায় প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরও কযেকটি দেশ।

সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাহরাইন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়া মরক্কো জানিয়েছে, তারা পশ্চিম তীর ও গাজায় ৪০ টন খাদ্য, ওষুধ ও কম্বল পাঠাবে।

এদিকে, ইসরাইলি ও হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেছে মিসর। অবশ্য তাতে এখন পর্যন্ত কোনো সুফল আসেনি।

ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তারা দৃঢ়ভাবে চায় ইসরাইল অবিলম্বে তাদের নিষ্ঠুরতা বন্ধ করুক।

এদিকে, ফিলিস্তিনে টানা পঞ্চমদিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৫৮০ ফিলিস্তিনি।

হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে।

সূত্র: ডয়চেভেলে ও আল মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img