বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বোমা হামলা চালিয়ে গাজার আলজাজিরার কার্যালয় মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল

গাজা উপত্যকায় আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যালয় বিমান হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনারা।

খবরে বলা হয়, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোও কার্যালয় ছিল। ঘণ্টাখানেক আগে এটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সামরিক বাহিনী।

ভবনটিতে বিভিন্ন অফিস ও অ্যাপার্টমেন্ট ছিল।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩৯ ফিলিস্তিনি শহীদ হয়েছে। শহীদদের ৩৯ জন শিশু ও ২২ নারী রয়েছেন। হামলায় এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img