বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি শহরে কয়েক হাজার এবং মেলবোর্নে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার সিডনিতে মিছিল শুরুর আগে নগরীর টাউন হলের সামনে প্রতিবাদকারীরা জড়ো হয়ে ‘ফিলিস্তিন মুক্ত কর, মুক্ত কর’ এবং ‘গাজা মুক্ত কর’বলে স্লোগান দেয়।

ইসরায়েলি বিমানগুলো এদিন ভোররাতে ফের গাজায় হামলায় চালায়, ইসরায়েলের দিকে রকেট ছুড়ে এর জবাব দেয় হামাসের যোদ্ধারা।

সিডনিতে ওয়ালা আবু-ঈদ নামের একজন প্রতিবাদকারী বলেন, “আমি একটি বিপ্লব দেখছি। আমি দেখছি ক্ষুব্ধ জনতা, যারা আর চুপ করে থাকবে না। নিপীড়ন ও সহিংসতায় উত্যক্ত লোকজন এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।”

একই দিন মেলবোর্নে ভিক্টোরিয়া স্টেট লাইব্রেরির সামনে জড়ো হয়ে ‘ফিলিস্তিন মুক্ত কর’ লেখা পোস্টার হাতে মিছিল করে পার্লামেন্ট হাউজের দিকে এগিয়ে যায় প্রতিবাদকারীরা।

গাজায় গত কয়েক দিনের ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৩৯ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৩৯ শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

উৎস, পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img