রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতালে দুজন ভারতফেরত করোনা পজিটিভ ভর্তি আছেন। তবে তাঁদের ধরনটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না, তা জানার জন্য জিনোম সিকোয়েন্সিং হচ্ছে। এখনো ফল আসেনি।
আজ শনিবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি সবাইকে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।
গতকাল শুক্রবার থেকে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ‘ডিএনসিসি করোনা হাসপাতালে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া দুজন রোগী ভর্তি আছেন।’
হাসপাতালটির পরিচালক জানান, যে দুজন নারী ডিএনসিসি হাসপাতালে ভর্তি আছেন, তাঁরা ভারত থেকে গত মাসের শেষে বাংলাদেশে আসেন। জ্বর থাকায় বাসায় থেকেই তাঁরা চিকিৎসা নেন। গত ১২ মে তাঁরা ডিএনসিসি হাসপাতালে আসেন। কিন্তু তাঁরা যে ভারত থেকে এসেছেন, তা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে জানাননি। পরবর্তী সময়ে জানা যায়, এই দুই নারী ভারত থেকে এসেছেন। হাসপাতালে পরীক্ষা করার পর দুজনেরই করোনা ধরা পড়ে।