ঈদের দিন শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
শনিবারও দমকা হওয়া বা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি শনিবার সকাল থেকে আগামী তিন দিন দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে ময়মসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনর ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
যশোর ও খুলনা অঞ্চল দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা ছাড়া শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তাপপ্রবাহ আরো বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সিলেটে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার। এ সময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ময়মনসিংহে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।