ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটিরও বেশি মানুষ।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে মোট ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘করোনার কারণে আমাদের প্রিয় বহু মানুষকে হারাতে হচ্ছে৷ দেশবাসী যে যন্ত্রণা ভোগ করেছেন, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁদের যেতে হচ্ছে, আমি তা সমানভাবে অনুভব করতে পারছি৷ আপনাদের ‘প্রধান সেবক’ হিসেবে আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি৷’
প্রধানমন্ত্রী করোনা ভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে উল্লেখ করে আরও বলেন, ‘গত একশো বছরে এটিই সবথেকে ভয়ঙ্করতম অতিমারী৷ প্রতিটি পদক্ষেপে তা গোটা বিশ্বের পরীক্ষা নিচ্ছে৷ আমাদের সামনে এক অদৃশ্য শত্রু উপস্থিত হয়েছে৷ আমাদের সামনে যে বাধাগুলো রয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে৷’
এদিকে, সরকারি সূত্রে প্রকাশ, দেশে গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন করোনা সংক্রমিত এবং একইসময়ে ৪ হাজার করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৬২ হাজার ৩১৭ জনে পৌঁছেছে। শতাংশের নিরিখে মৃত্যু হার ১.০৯ শতাংশ, সক্রিয় করোনা রোগীর হার ১৫.৪১ শতাংশ এবং সুস্থতার হার ৮৩.৫০ শতাংশ।
অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯। বর্তমানে ৩৭ লাখ ৪ হাজার ৮৯৩ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
পশ্চিমবঙ্গে আজ সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৩৯ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ১২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৮৫৭। এছাড়া ১ লাখ ৩০ হাজার ২১৩ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। ভারতে এ পর্যন্ত ৩১ কোটি ১৩ লাখ ২৪ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৫৮৪ জনকে।
উৎস, পার্সটুডে