আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শুক্রবার ঈদের দিনেও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর কাবুলের একটি মসজিদ। এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।
জানা গেছে, দেশটির উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুম্মায় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়।
কাবুল পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান।
তবে কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।