বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ, ফিলিস্তিনি যুবকের বক্তব্য ভাইরাল

আজ (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লীদের ওপর বর্বর ইসরাইলী আক্রমণ এবং ইসরাইলী সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নারী-শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সকাল ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশে হঠাৎ এসে হাজির হন ফিলিস্তিনি যুবক। তিনি আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরাইলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতের ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন।

তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি বাংলায় বলেন, ‘আমি ফিলিস্তিন থেকে এসেছি।’ পরে তিনি ইংরেজি ও আরবিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইয়ের নৃশংসতার কথা তুলে ধরেন।

এসময় তিনি পবিত্র কোরআনে উল্লেখিত মসজিদুল আকসা নিয়ে করা আয়াত পড়েন।

সেইসঙ্গে উপস্থিত মানুষকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img