ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজা উপত্যকায় চলমান উত্তেজনার প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন তিনি।
বাইডেন বলেছেন, যখন আপনার অঞ্চলে হাজার হাজার রকেট উড়ে আসবে, তখন আপনার আত্মরক্ষা অধিকার রয়েছে।
স্থানীয় সময় বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন বাইডেন। এরপরই এমন মন্তব্য করলেন তিনি।
তবে বাইডেন আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের সশস্ত্র সংঘাতের অবসান ঘটবে।
এদিকে টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার কথোপকথনের বিষয় উল্লেখ করে বলেন, ‘জেরুজালেম, পশ্চিম তীর ও গাজার পরিস্থিতি নিয়ে আমি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথা বলেছি। নিহত ব্যক্তিদের প্রতি আমি সমবেদনা জানিয়েছি। চলমান উত্তেজনা নিরসনে রকেট হামলার বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছি।’
গত সোমবার থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরািলের বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩৬৫ জন।
উৎস, আনাদুলু এজেন্সি