ভারতের বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে কয়েক ডজন লাশ ভেসে আসার পর এবার নদীটির ধারে অন্তত দুটি স্থানে বালিতে পোঁতা একাধিক লাশ পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ৪০ কিলোমিটার দূরে উন্নাও জেলার দুটি স্থানে এ লাশগুলো পাওয়া যায় বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একদল কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে যে দুটি স্থানে লাশগুলো পাওয়া গেছে, সেসব স্থানে আরও গভীর গর্ত খুঁড়ে লাশগুলোকে সমাহিত করেছেন।
পোড়ানোর কাঠের অভাবে এ লাশগুলো বালিতে পুঁতে ফেলা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
বেশিরভাগ মৃতদেহের গায়ে জড়ানো ছিল গেরুয়া কাপড়। সেগুলো কোভিড রোগীর কিনা তা নিশ্চিত নয়।
পোড়ানোর কাঠের অভাব, লাশগুলোকে ভাসিয়ে দেওয়ার একটি কারণ হতে পারে।