বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

হামাসের হামলায় এক ভারতীয় নিহতের ঘটনায় শোক জানিয়েছে ইসরাইল

ইহুদীদের সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় এক ভারতীয় নিহত হয়েছে।

নিহত ওই ব্যক্তি হলেন ভারতের কেরলা রাজ্যের সৌম্য সন্তোষ। খবর হিন্দুস্তান টাইমসের।

ইসরাইলে হামাসের রকেটে নিহত ভারতীয় সৌম্য সন্তোষের পরিবারের সঙ্গে কথা বললেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন মালকা।

বুধবার রাষ্ট্রদূত রন মালকা এক টুইট বার্তায় লেখেন, ‘আমি এই মাত্র সৌম্য সন্তোষের পরিবারের সঙ্গে কথা বললাম। তিনি হামাসের হামলার শিকার হয়েছেন। আমি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং ইসরায়েলের তরফে সৌম্যর পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছি। সৌম্যর মৃত্যুতে পুরো দেশ ব্যথিত। আমরা তাঁর পরিবারের পাশে আছে।’

৩২ বছরের সৌম্য ইসরায়েলে আয়ার কাজ করতেন৷ একটি রকেট সৌম্যর বাড়িতে আঘাত হানে, তাতেই মৃত্যু হয় তার৷ হামলার সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে ছিলেন সৌম্য।

ইসরাইলি রাষ্ট্রদূত বলেন, আমার ২০০৮ সালের মুম্বাই হামলার সময়ের মোজেসের কথা মনে পড়ে গিয়েছে।

আল কুদসে (জেরুসালেম) ইসরাইলের বিমান হামলার জবাবে ইসরাইল লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়ে হামাস।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img