বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ঈদ উদযাপনের অনুষ্ঠান বাতিল করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ইনসাফ | নাহিয়ান হাসান


পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত হতে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার (১১ মে) প্রেসিডেন্ট আব্বাসের একটি বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে তিনি দখলকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের লাগাতার বিমান হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত হতে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।

তাছাড়া, ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলের হামলা অবিলম্বে বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবানন জানান।

উল্লেখ্য, দখলকৃত গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের বিমান হামলায় এখন পর্যন্ত ২৮ জন শহীদ হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাদের মধ্যে আবার ১০ জনই হলেন ফিলিস্তিনি শিশু!

তাছাড়া, তাদের সর্বশেষ বিমান হামলায় দখলকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকার ২টি ১৩ তলা ভবনও ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সূত্র: ডেইলি জঙ্গ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img