বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমরা আল কুদসের জন্য আমাদের রক্ত কোরবানি করবো: শহীদের মা

এক ফিলিস্তিনি মায়ের এমন আর্তনাদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে তাকে বলতে শোনাগেছে, আমরা জেরুসালেমের জন্য আমাদের রক্ত কোরবানি করছি। আল্লাহু আকবার।

গাজার হাবের মারকেজিতে ভিডিওটি ধারণ করা হয়।

গাজায় ইসরাইলি হামলায় ওই নারীর সন্তান শহীদ হওয়ার পর তার আর্তনাদ পরিবেশকে ভারী করে তোলে।

তিনি বলেন, আমরা আল কুদসের (জেরুসালেম) জন্য আমাদের রক্ত কোরকানি করবো। আল্লাহু আকবার।

সেইসঙ্গে তিনি পুরো বিশ্বকে পবিত্র নগরীর দিকে নজর দেয়ার আহ্বান জানান।

উৎস, ইয়েনি সাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img