ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২৪ জন শহীদ হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শুরু হওয়া এ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে আবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডারের বাস ভবন ও দুটি সীমান্ত সুড়ঙ্গে বোমা নিক্ষেপ করা হয়।
জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
সোমবার সকালেও একদল ইসরাইলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল-আকসায় ঢুকে পড়ে। এসময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরাইলি বাহিনী।
এর জবাবে সোমবার বিকালে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরাইলের দিকে রকেট হামলা চালানো হয়।
এরপর সন্ধ্যার দিকে ইসরাইলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায়।
উৎস, আল জাজিরা