বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

রাশিয়া সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া মার্কিন সেনাদেরকে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে মোতায়েন করতে চায় আমেরিকা। সম্প্রতি ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের মধ্যে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক সূত্রে জানা যায়, ২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন হামলার সময়ের তুলনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি মে মাসের গোড়ার দিকে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে আমেরিকা ও ন্যাটো জোট।

রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকা তার সেনা ও সামরিক সরঞ্জামাদি আফগানিস্তান থেকে সরিয়ে উজবেকিস্তান ও তাজিকিস্তানে রাশিয়ার সীমান্তে মোতায়েন করতে চায়। অবশ্য মধ্য এশিয়ার সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সামরিক উপস্থিত এবং এ অঞ্চলে চীনের প্রভাব বেড়ে যাওয়ার কারণে ওই দু’টি দেশে মার্কিন সেনা মোতায়েন এতটা সহজও হবে না বলে স্পুৎনিক জানিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img