বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীসভায় ৭ মুসলিম মুখ

ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীসভায় ৭ মুসলিম বিধায়ক জায়গা পেয়েছেন।

এঁদের মধ্যে পরিবহণ ও আবাসন মন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম, সংখ্যালঘু বিষয়ক, মাদ্রাসা দফতরের মন্ত্রী হয়েছেন মুহাম্মাদ গোলাম রব্বানী, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী হয়েছেন জাভেদ খান। গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রযুক্তিশিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ন কবীর। বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন আখরুজ্জামান। সেচ, জলপথ পরিবহন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন সাবিনা ইয়াসমিন।

পশ্চিমবঙ্গে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে গত (বুধবার) শপথ নিয়েছিলেন। আজ (সোমবার) রাজভবনে এক অনাড়ম্বর ও সংক্ষিপ্ত অনুষ্ঠানে মমতা মন্ত্রীসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যরা।

আজ মোট ৪৩ জন মন্ত্রী আজ শপথ নেন। এদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। এছাড়া রয়েছেন ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবং ৯ জন প্রতিমন্ত্রী। অসুস্থ থাকায় ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র। অন্যদিকে, করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ও রথীন ঘোষও ভার্চুয়ালি শপথ নিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে রাজ্য সচিবালয় ‘নবান্ন’য় এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন।

মমতা বলেন, ‘যারা সরকারের জয়টাকে মেনে নিতে পারে না, তারা নানারকম মিথ্যে ফেক ভিডিও ছড়াচ্ছে। কোথায় ‘জেনোসাইড’ হল দেখতেই পেলাম না। জেনোসাইড তো শীতলকুচিতে একটাই হয়েছিল, (নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিবর্ষণে নিহত) আর তো হয়নি। যেহেতু বিজেপির আইটি সেল তার ৩০ টা দেশে আরএসএস আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে। আসলে বাংলায় কিছুই হয়নি। বাংলা শান্ত আছে। একটা সরকার শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যারা (কেন্দ্রীয় সরকার) ‘কেন্দ্রীয় টিম’ পাঠিয়ে দেয় তাদের কী মিনিমাম সৌজন্যতা আছে?’ কেন ‘কেন্দ্রীয় টিম’ এলাকায় এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে মমতা আজ সেই প্রশ্নও করেন। মমতা এরআগেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আজও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img