ইনসাফ | নাহিয়ান হাসান
আমেরিকায় মধ্যরাতে বার্থডে পার্টি চলাকালীন এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৭জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৯ মে) মধ্যরাতে দেশটির কলোরাডো স্প্রিং রাজ্যে বার্থডে পার্টিতে ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে বেশ কয়েকজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে বলে জানা যায়।
খবর পাওয়ার সাথে সাথে কলোরাডো স্প্রিং এর স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত হলে ৬জনকে মৃত অবস্থায় এবং আরেকজনকে মারাত্মকভাবে আহত অবস্থায় পায়। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কলোরাডোর পুলিশের বক্তব্য অনুযায়ী, বন্দুকধারীসহ নিহত হওয়া অন্যান্যদের পরিচয় তারা এখনো জানতে পারেনি। তবে শুধু এতটুকু জানতে পেরেছে যে, নিহতদের একজন হলেন বন্দুকধারীর প্রেমিকা।
কর্তৃপক্ষ বলছে, এই হামলার পিছনে কী কারণ থাকতে পারে সেটাও তাদের অজানা।
পার্টিতে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন এবং শিশুরাও অংশগ্রহণ করেছিলো। তবে মোবাইল হোম পার্কে (আলাদা আলাদা কাঠামো যোগে নির্মিত ঘর যা স্থানান্তর করা যায়) পার্টি আয়োজন করায় শিশুরা অন্যত্র অবস্থান করছিলো যার ফলে তারা সবাই বেঁচে গিয়েছে বলেও জানায় পুলিশ কর্তৃপক্ষ।
কলোরাডো পুলিশ চীফ ভিন্স নিস্কি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ওই সমস্ত পরিবার ও শিশুদের জন্য আমার হৃদয় ভেঙ্গে গেছে যারা তাদের প্রিয়জন ও পিতামাতাদের হারিয়েছেন।
সমবেদনা প্রকাশ করে রাজ্যটির গভর্নর জ্যারেড পলিস বলেন, যাদের কারণে আমারা আজকের আমরা হতে পেরেছি ওই মহীয়সী নারীদের নিয়ে মা দিবস উদযাপনের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে এই হামলার ঘটনা ঘটা খুবই দুঃখজনক।
উল্লেখ্য, এলোপাতাড়ি গুলি ছুড়ে শিশুসহ লোকজনকে হত্যা করা আমেরিকার সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
কলোরাডো হামলার ঘটনায় তাই নতুন করে আবার অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে বিতর্ক উঠছে দেশটিতে যার ফলে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: আল জাজিরা