ইনসাফ | নাহিয়ান হাসান
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে পবিত্র আকসায় ফিলিস্তিনিদের উপর অনবরত হামলা ও শেখ জাররাহতে তাদের ঘরবাড়ি দখল করার জেরে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল অভিমুখে রকেট হামলা চালায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস।
রকেট হামলার পূর্বে অবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছিলো তারা।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় শহীদ হওয়া জনের মাঝে অনেক ফিলিস্তিনি শিশুও রয়েছে।
জার্মানি ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে জনসাধারণের ক্ষতি হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বলে জানা যায়।
সূত্র: আল জাজিরা