গাজার উত্তরাঞ্চলে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমান হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর মধ্যে তিনজন শিশু।
এর আগে হামলার পর পর ফিলিস্তিনের মেডিকেল কর্মীরা জানিয়েছিল, অন্তত একজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
গত কয়েকদিন ধরেই জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ইসরাইলি বাহিনী শান্তিপূর্ণ মুসল্লিদের ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়ে যাচ্ছে।
একটি মেডিকেল সূত্র আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের স্মরণে ‘আল-কুদস দিবস’ পালনের একটি র্যালিকে সামনে রেখে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেডের হামলায় শত শত ফিলিস্তিনি আহত হয়।
দখলদার বাহিনী হামলার জবাবে পাথর ও অন্যান্য বস্তু ছুঁড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে ফিলিস্তিনিরা। এসব হামলার ঘটনায় অন্তত ৩০০ জন আহত হয়েছে।
উৎস, আল জাজিরা