নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসানো হয়েছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের দক্ষিণাংশে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, এমন আশঙ্কায় প্রস্তুতিমূলক এই পদক্ষেপ নিয়েছে
ইসরাইলী সেনাবাহিনী।
ইসরাইলি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইসরাইলের দক্ষিণাঞ্চলে সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইল।
এছাড়া, পশ্চিম তীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলেও আশঙ্কায় রয়েছে ইসরাইল। একারণে সেখানে পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত করেছে তারা।
রবিবার (৯ মে) গাজা উপত্যকা থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত হানে। এরপর গাজার দক্ষিণে হামলা চালায় ইসরাইল।