বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

যাত্রীসহ মাইক্রোবাস ডুবল পদ্মায়

পদ্মা নদীতে ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পড়ে ডুবে গেছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছ।

রোববার (৮ মে) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসে ছিলেন—চালক রিয়াজ হোসেন (৩২), যাত্রী কামরুজ্জামান (৬০), শাহজাহান মণ্ডল (২৫) ও মোহাম্মদ আলিফ (১০) নামে এক শিশু।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে আরও জানা যায়, পাঁচ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ যাত্রীরা মাইক্রোবাস থেকে বের হয়ে তীরে উঠতে সক্ষম হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img