বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বোমা হামলার শিকার সাবেক মালদ্বীপ প্রেসিডেন্ট নাশীদ এখন শঙ্কামুক্ত

ইনসাফ | নাহিয়ান হাসান

সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশীদের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠার সময় বোমা হামলার শিকার হোন তিন।

হামলার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

তার পরিবারের বক্তব্য অনুযায়ী, কয়েকটি সফল অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে থাকা মালদ্বীপের বর্তমান স্পিকারের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। সম্বিত ফিরে পাওয়ার পাশাপাশি তিনি এখন নিজেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন।

আজ শনিবার (৮ মে) নাশীদের বোন নাশীদা সাত্তারের টুইট থেকে জানা যায়, লাইফ সাপোর্ট থেকে ছাড়া পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট নাশীদ নিজ মুখে বলছিলেন আমি ভালো আছি।

তার ভাই ইবরাহীম নাশীদ বলেছেন, নাশীদ দ্রুত সেরে উঠায় চিকিৎসকরা অত্যন্ত আনন্দিত ছিলেন এবং তার বলা অল্পকিছু কথার মধ্যে শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞাও ছিলো। তার উপর বিশ্বাস আছে আমার।

অপরদিকে মালদ্বীপের পুলিশ দাবী করছে বোমা হামলার সাথে সম্পৃক্ত ২ জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে। তবে কেউ এখন পর্যন্ত এই হামলার দায় শিকার করেনি। মালদ্বীপ পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img