সিলেটের জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস নেতা জয়নুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরী থেকে তাকে আটক করে থানা পুলিশের একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম।
তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।