ইনসাফ | নাহিয়ান হাসান
পবিত্র মদিনাগামী হাইওয়ের ট্রাফিক সাইনবোর্ডসমূহ থেকে ‘লিল মুসলিমীনা ফাক্বাত’ বা ইংরেজি ‘মুসলিমস অনলি’ (শুধুমাত্র মুসলিমদের প্রবেশাধিকার) লেখা বাদ দিয়ে ‘ইলা হদ্দিল হারাম’ বা ‘টু হারাম এরিয়া’ (পবিত্র অঞ্চল/সীমারেখায়) লেখাটি সংযোজন করা হয়েছে।
সর্বোচ্চ পবিত্রতা ও গুরুত্বের কারণে মুসলিমদের সর্বোচ্চ পবিত্র স্থান মক্কা ও মদিনাকে আরবিতে একত্রে হারামাইন শরীফাইন বলা হয়ে থাকে। যার অর্থ, মর্যাদাবান পবিত্র স্থানদ্বয়।
আরবি হারাম শব্দের শাব্দিক অর্থ, পবিত্র। তবে আরব ছাড়া ভিন্নভাষীরা হারাম শব্দের পারিভাষিক অর্থের সাথে সবচেয়ে বেশি পরিচিত।
তাছাড়া ব্যবহার ও অর্থগত পার্থক্য জানা না থাকায় হারাম বলতে তারা প্রথমেই বুঝে নেয় যা ইসলামে হারাম বা নিষিদ্ধ।
পবিত্র শহর মদিনা মুনাওওয়ারা যেখানে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক এবং মসজিদে নববী অবস্থিত সেখানে অমুসলিমদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তাই মদিনাগামী হাইওয়ের সাইনবোর্ডগুলোতে এতদিন খুব স্পষ্টভাবেই শুধুমাত্র মুসলিমদের প্রবেশের বিষয়টি লিখা ছিলো।
জানা যায়, অতি রক্ষণশীলতার খোলস ঝেড়ে ফেলে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নে গৃহীত নতুন হাইওয়ে সাইন নীতিমালার আওতায়, সরাসরি মুসলিম-অমুসলিমের তফাৎ বাদ দিতে ‘ইলা হদ্দিল হারামের’(পবিত্র অঞ্চল/সীমারেখায়) মতো বাক্য হাইওয়ে সাইনে সংযোজন করেছে সৌদি কর্তৃপক্ষ।
অনেক সৌদি সোশ্যালিস্ট তাদের সোশ্যাল একাউন্টগুলোতে নতুন হাইওয়ে সাইনের ছবি শেয়ার করে সৌদির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
তারা একে অতিরক্ষণশীলতার পতন এবং অমুসলিমদের প্রতি সৌদির সহনশীলতার মূল্যবোধের জাগরণ হিসেবে বিবেচনা করছে।
কেননা পবিত্র মদিনার মসজিদে নববী এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এতদিন শুধুমাত্র মুসলিমদেরই প্রবেশের অনুমতি ছিলো। অমুসলিমরা পবিত্র স্থান ও তার আশপাশে প্রবেশ করতে পারতো না।
অনেকে আবার বলছেন, ভিন্ন পরিচয় ও সংস্কৃতির লোকদের কাছে এই পদক্ষেপ সৌদিকে তাদের পছন্দের পর্যটন কেন্দ্র হিসেবে বেছে নিতে সহায়তা করবে।
তবে ‘লিল মুসলিমীনা ফাক্বাত’ পরবর্তী মদিনা হাইওয়ের সাইনবোর্ডগুলোতে নতুন সংযোজিত ‘ইলা হদ্দিল হারাম’ লেখা শোভা পেলেও সৌদি সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এব্যাপারে কোনো ব্যাখ্যা কিংবা বিবৃতি প্রকাশ করেনি।
উল্লেখ্য, সৌদির অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে আনতে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বিভিন্ন শিল্প কারখানা, পর্যটন, যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিসহ নানা ধরনের বিকল্প অর্থনৈতিক খাতকে টার্গেট করে উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছেন।
উচ্চাভিলাষী ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় নিওমের মতো প্রায় অসম্ভব ও বিতর্কিত প্রজেক্টেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি।
সৌদি আরবে তথাকথিত মধ্যপন্থী ইসলাম ফিরিয়ে আনা ও ভিশন ২০৩০ বাস্তবায়নে যুবরাজ সালমানের প্রশাসন বহু ইসলামী স্কলারদের বিভিন্ন অজুহাতে এখনো জেলে আটকে রেখেছে এবং নিজেদের বহু ইসলামী রীতিনীতি বিসর্জন দিয়েছে!
সূত্র: মিডল ইস্ট মনিটর।