চীনের কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাস এর ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির অনুমোদন পাওয়া এটিই প্রথম চীনা ভ্যাকসিন।
আজ শুক্রবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়ে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির অনুমোদিত ভ্যাকসিনটি দুই ডোজের। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রয়োগ করা হচ্ছে।
ডব্লিউএইচও এর আগে ফাইজার-বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনকার উদ্ভাবিত ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।