বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

চীন ও রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের জন্য চুক্তি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চীন ও রাশিয়ার সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা ভ্যাকসিন আনতে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাব।

আজ শুক্রবার (৭ মে) বিকেলে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, আমাদের হাতে এখনো কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিন ভারত থেকে না পাওয়ার ফলে প্রথম ডোজ বন্ধ করা হয়েছে, এর মধ্যে যদি আমরা ভাকসিন না পাই তাহলে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া কঠিন হয়ে যাবে।

তিনি বলেন, ভ্যাকসিন নিলেও করোনা আক্রান্ত হতে পারে। তবে ভ্যাকসিন নিলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাকে হাসপাতালে নেয়ার দরকার হয় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ফেরিঘাটগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে করে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবে না। এতে যে কী সমস্যা হবে তা বলে বোঝানো যাবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img