বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সুফিয়া খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ইউনিয়নের সরদার গ্যারেজ এলাকায় সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। সুফিয়া ওই ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী জানান, সকালে গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন সুফিয়া। পথে সরদার গ্যারেজ এলাকায় সড়ক পার হওয়ার সময়য় আবাদচণ্ডীপুর এলাকা থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাইকুল ইসলাম জানান, মাথার ভেতরে অধিক রক্তক্ষরণে কারণে সুফিয়ার মৃত্যু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img