বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুর হার কমছে: প্রাণহানি ৩৭

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৭ জন। সরকারি বিধিনিষেধ আরোপের ফলে মৃত্যুহার দিনদিন কমছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১১ হাজার ৮৩৩ জন।

এছাড়াও এসময়ে পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়ে ৯.৮৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৩টি।

আজ শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে প্রাণহানি কমে ৫০-এ দাঁড়ায়। তবে এপ্রিলের বেশ ক’বারই ২৪ ঘণ্টায় প্রাণহানির সংখ্যা ১০০ পার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮২ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img