১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনারা।
বুধবার (৫ মে) ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটেছে বলে রয়টার্স এর খবরে বলা হয়েছে।
এদিকে এই সপ্তাহের শুরুর দিকে ফিলিস্তিনি এক বন্দুকধারীর গুলিতে আহত এক ইসরায়েলি কিশোর বুধবার মারা গেছে বলে জানা যায়।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অভিযুক্ত ওই ফিলিস্তিনি বন্দুকধারীকে খুঁজতে ইসরায়েলি সৈন্যরা ওই এলাকায় তল্লাশি চালায়, যিনি পশ্চিম তীর মোড়ে গুলি করে দুই ইসরায়েলিকে গুরুতর আহত করেছিলেন।
আহতদের মধ্যে বুধবার রাতে ১৯ বছর বয়সী একজন মারা গেছেন বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ টুইটারে জানিয়েছেন।