ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ ভোর থেকেই মেঘলা হয়ে আছে। কোথাও কোথাও হয়ে গেছে বৃষ্টিও। আজ দিনের মধ্যে যে কোনও সময় ঢাকাসহ আশেপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আর সন্ধ্যার পর হতে পারে কালবৈশাখী।
আবহাওয়াবিদ আব্দুর রহমান রহমান জানান, গত কয়েকদিন সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকাসহ, আশেপাশের অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকেই আকাশ মেঘলা আছে। দিনের মধ্যে যে কোনও সময় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় এখনও হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।