বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বাগদাদের বালাদ বিমানঘাঁটিতে ৬টি রকেট হামলা

ইনসাফ | নাহিয়ান হাসান


বাগদাদের উত্তরে বালাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ৬টি রকেট হামলার খবর পাওয়া গিয়েছে। এই হামলায় কেউ নিহত না হলেও আমেরিকান কোম্পানির হয়ে ওই বিমানঘাঁটিতে ঠিকাদারির কাজ করা একজন আহত হোন।

একজন ইরাকী নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সংবাদমাধ্যমকে জানান, ৩টি রকেট বিমানঘাঁটির ওই স্থানে গিয়ে বিস্ফোরিত হয়েছে যেখানে আমেরিকা থেকে কিনে আনা ইরাকের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণকারী আমেরিকান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যালিপোর্ট অবস্থিত।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের তথ্যমতে, স্যালিপোর্টের একমাত্র আহত কর্মীটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

বিমানঘাঁটিকে লক্ষ্য করে নিক্ষিপ্ত ৬টি রকেটের মধ্যে অন্য ৩টি অবিস্ফোরিত অবস্থায় তার নিকটে গিয়ে পড়ে যায় বলেও দাবী করে তারা।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img