বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

সেরামের টিকা পেতে আমেরিকাকে চিঠি দিল বাংলাদেশ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা পেতে এবার যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

কোভিশিল্ডের ৬ কোটি ডোজ টিকা অবশিষ্ট রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ওই খবর জানার পরপরই অর্থাৎ কয়েকদিন আগে এই চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সুযোগ থাকলে ওই টিকা আমরা অনুদান হিসেবে চাই। আর তা না হলে আমরা কিনে নিতে চাই। সে কথা চিঠিতে আমরা জানিয়ে দিয়েছি।

মোমেন বলেন, কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি সেরামের উৎপাদিত ৬০ মিলিয়ন (ছয় কোটি) ডোজ কোভিশিল্ড টিকা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যে টিকাগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করছে না। মূলত এটা জানার পরে আমরা ওয়াশিংটনকে চিঠি লিখেছি। এ ছাড়া ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকেও আমরা চিঠি দিয়ে টিকার বিষয়টি জানিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে চিঠি আমরা দিয়েছি, সেখানে দুইভাবে টিকার কথা বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র যদি আমাদের টিকাগুলো অনুদান হিসাবে দিতে চায় আমরা নেব। আর যদি তারা অনুদান হিসেবে দিতে না চায়, তাহলে আমরা কিনে নেব। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই টিকা পেতে আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখন আমরা যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় রয়েছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img